রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Abhishek Banerjee: নিশীথকে ভোট দিলে কোচবিহারে মাছ খাওয়া বন্ধ করে দেবে: অভিষেক

Pallabi Ghosh | ১৩ এপ্রিল ২০২৪ ১৮ : ২২Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: দেশজুড়ে ফের আমিষ বনাম নিরামিষ বিতর্ক তুঙ্গে। শুক্রবার জম্মু ও কাশ্মীরে প্রধানমন্ত্রী বলেছেন, যাঁরা চৈত্র নবরাত্রির সময় আমিষ খান, তাঁদের মানসিকতা মোগলদের মতো। সেই বিতর্কিত মন্তব্য ঘিরে কোচবিহারে ব্যাপক ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। অভিষেক বলেন, "দেশের প্রধানমন্ত্রী বলেছেন, মাছ খেলে তাঁরা হিন্দুবিরোধী, মোগল। আমি দুবেলা মাছ খাই। কোচবিহারের মানুষরা বলুন, আপনারা মাছ খান? যাঁরা মাছ খেতে ভালবাসেন, তাঁরা হাত তুলুন। মনে রাখবেন, আপনাদের দেশবিরোধী বলছেন খোদ প্রধানমন্ত্রী। এবার নিশীথকে ভোট দিয়ে জেতালে, কোচবিহারে মাছ খাওয়া বন্ধ করে দেবে। বাংলায় মায়ের ভোগে মাছ থাকে। প্রধানমন্ত্রী বাংলার কৃষ্টি, সংস্কৃতি জানেন না।"
শনিবার কোচবিহারে তৃণমূল প্রার্থী জগদীশ বাসুনিয়ার হয়ে রোড শো করেন অভিষেক। এরপর জনগণের উদ্দেশে বলেন, "কোচবিহারের দিনহাটা থেকে নবজোয়ার যাত্রা শুরু করেছিলাম। ২০২১ সালের পর প্রধানমন্ত্রীকে কোচবিহারে দেখা যায়নি। গত ৫ বছরে কেন্দ্রের মন্ত্রী, বিদায়ী সাংসদ নিশীথ প্রামাণিককে কোচবিহারের মানুষ চোখে দেখেননি। যাঁকে চোখের সামনে দেখা যায় না, তাঁর গ্যারান্টি নেবেন?"
অভিষেকের প্রতিশ্রুতি, এবার জগদীশ বাসুনিয়াকে জেতালে, যারা বাড়ির জন্য আবেদন করেছিলেন, এবছর ডিসেম্বরের মধ্যেই আবাসের প্রথম ইনস্টলমেন্টের টাকা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। "একদিকে বিজেপি প্রার্থী, যাঁর বিরুদ্ধে ৬ মাস আগে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল, অন্যদিকে নিপাট ভাল মানুষ জগদীশদা। কোচবিহারের মানুষ এবার ঠিক করুন, কাকে বেছে নেবেন। তবে আজকের জনসভায় সাধারণ মানুষের উচ্ছ্বাসের পর অভিষেকের মত, কোচবিহারে তৃণমূলের জয় শুধু সময়ের অপেক্ষা।




বিশেষ খবর

নানান খবর

সংগ্রহ করুন... #aajkaalonline #pujovibes #durgapuja #DurgaPuja2024

নানান খবর



রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



04 24